27th December Bengali Current Affairs

27th December 2021 - Current Affairs

To get the latest government job update & Free Study Material joins our telegram group ( সরকারি চাকরির আপডেট এবং Free Study Material পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন ):  Click Here.


Current Affairs - 27/12/2021


1.সম্প্রতি প্রধানমন্ত্রী জন ধন যোজনা একাউন্টের সংখ্যা ৪৪ (44) কোটি অতিক্রম করল। এই যোজনা টি লঞ্চ করা হয়েছিল ২০১৪ সালে।


2.ICC Under-19 Cricket World Cup 2022 হোস্ট করবে ওয়েস্ট ইন্ডিজ।

3.সম্প্রতি ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের ব্যাট প্রথম মহাকাশে পাঠানো হলো। যে ব্যাটে ওয়ানডে ম্যাচে প্রথম সেঞ্চুরি করেছিলেন সেই ব্যাটটি মহাকাশে প্রেরণ করা হলো।


4.Good Governance Index 2021-এ শীর্ষস্থানে রয়েছে গুজরাট, দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র এবং তৃতীয় স্থানে রয়েছে গোয়া।


5.২০২২ ফিফার আন্তর্জাতিক তালিকায় ১৮ জন ভারতীয় রেফারি নিযুক্ত হলেন যার মধ্যে ১৪ জন পুরুষ এবং চারজন মহিলা রেফারি। ফিফার হেডকোয়ার্টার - জুরিখ, সুইজারল্যান্ড। প্রতিষ্ঠা সাল - ১৯০৪ সালের ২১শে মে, প্রেসিডেন্ট - Gianni Infantino।


6.সম্প্রতি অবসর নিলেন আর্জেন্টিনা দেশের ফুটবল খেলোয়ার Sergio Aguero।


7.প্রতিবন্ধীদের জন্য "রোজগার সারথি" নামে জব পোর্টাল লঞ্চ করলেন নীতিন গড়করি(Nitin Gadkari)।


8.১০০% করোনা টিকাকরণ সম্পন্নকারী প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল হল আন্দামান ও নিকোবর।


9.National Crime Records Bureau(NCRB)-এর নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন বিবেক গোগিয়া।


10.৯৪তম অস্কার অ্যাওয়ার্ড ২০২২ এর জন্য ভারতের অফিশিয়াল এন্ট্রি হিসেবে মনোনীত হল "Writing With Fire" ছবিটি। এই ডকুমেন্টারিটি পরিচালনা করেছেন রিন্টু থমাস ও সুস্মিত ঘোষ। প্রথমে Koozhangal-কে মনোনীত করা হলেও সম্প্রতি তালিকা থেকে বাদ দেওয়া হল।


To get the latest government job update & Free Study Material joins our telegram group ( সরকারি চাকরির আপডেট এবং Free Study Material পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন ):  Click Here.



Read More:


Current Affairs - 26/12/2021


THANK YOU

Post a Comment

Please do not enter any spam link in the comment box.

Previous Post Next Post