3rd January Bengali Current Affairs
To get the latest government job update & Free Study Material join our telegram group ( সরকারি চাকরির আপডেট এবং Free Study Material পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন ): Click Here.
Current Affairs - 03/01/2022
1.সম্প্রতি Tsirkon নামে ১০টি হাইপারসনিক ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা করল রাশিয়া।
2.Sashastra Seema Bal (SSB) -এর ডিরেক্টার জেনারেল হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেলেন সঞ্জয় আরোরা। তিনি Indo-Tibetan Border Police (ITBP) -এর বর্তমান ডিরেক্টর জেনারেল।
3."Mrs India Galaxy 2021" শিরোপা জিতলেন নিকিতা সকাল।
4.অস্ট্রেলিয়ার একটি দ্বীপের নাম রানী এলিজাবেথের নামে রাখা হলো।
5.কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের লঞ্চ করা "Padhe Bharat" ১০০ দিনের রিডিং ক্যাম্পেইন।
6.সম্প্রতি বিদেশের মাটিতে ২২টি টেস্ট ম্যাচে ১০০টি উইকেট সম্পন্ন করল জসপ্রীত বুমরাহ।
7."Kintsugi" শিরোনামের উপন্যাসের জন্য সুশীলা দেবী ২০২১ অ্যাওয়ার্ড জিতল অনুকৃতি উপাধ্যায়।
8.বাসুদেবন পি. এন. Equitas Small Finance Bank-এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসেবে নিযুক্ত হলেন।
9.স্টিল মন্ত্রণালয়ের সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন সঞ্জয় কুমার সিং।
10.সম্প্রতি উত্তরপ্রদেশের মিরাটে মেজর ধ্যানচাঁদ স্পোর্টস ইউনিভার্সিটির ভিত্তি প্রস্তর স্থাপন করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
To get the latest government job update & Free Study Material join our telegram group ( সরকারি চাকরির আপডেট এবং Free Study Material পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন ): Click Here.
Read More:
Post a Comment
Please do not enter any spam link in the comment box.