22nd January Bengali Current Affairs

22nd January 2022 - Current Affairs

To get the latest government job update & Free Study Material join our telegram group ( সরকারি চাকরির আপডেট এবং Free Study Material পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন ):  Click Here.


Current Affairs - 22/01/2022


1.Most Popular World Leaders তালিকায় প্রথম স্থানে আছেন ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি, দ্বিতীয় স্থানে আছেন মেক্সিকোর রাষ্ট্রপতি অ্যানড্রেস ম্যানুয়েল এবং তৃতীয় স্থানে আছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। এই তালিকায় আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের স্থান ষষ্ঠ।


2.Toronto Waterfront Marathon -এর টাইটেল স্পন্সর হলো ভারতীয় কোম্পানি Tata Consultancy Services (TCS)।


3.'The Legend of Birsa Munda' শিরোনামের বইটি যৌথভাবে লিখলেন তুহিন সিনহা ও অঙ্কিতা বর্মা।


4.'Aware Voter Campaign' শুরু করলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার।


5.অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের দ্বারা Children's Word of the Year 2021 ঘোষিত হল Anxiety শব্দটি।


6.Activision Blizzard নামে ভিডিও গেমিং প্লাটফর্মটিকে ৬৮.৭ বিলিয়ন ডলারে কিনে নিল মাইক্রোসফট কোম্পানি।


7. Captain of ICC Men's T20 Team of the Year হিসেবে নামাঙ্কিত হলেন বাবর আজম।


8.সম্প্রতি চাকরিপ্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৫ বছর বৃদ্ধি করলো মেঘালয় সরকার। জেনারেল ক্যাটাগরিতে বয়সসীমা ২৭ থেকে বাড়িয়ে ৩২ করা হল এবং সংরক্ষিতদের ৩২ থেকে ৩৭ করা হল।


9.ভারতে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন Denis Alipov।


10.ইন্ডিয়া গেটের কাছে স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর মূর্তি স্থাপন করার ঘোষণা করল প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি।


To get the latest government job update & Free Study Material join our telegram group ( সরকারি চাকরির আপডেট এবং Free Study Material পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন ):  Click Here.



Read More:


Current Affairs - 21/01/2022


THANK YOU

Post a Comment

Please do not enter any spam link in the comment box.

Previous Post Next Post