1st June Bengali Current Affairs
Current Affairs - 01/06/2022
1.ISSF World Cup 2022-এ ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ভারতীয় মহিলা টিম সোনার মেডেল জিতলো
2.AAYU নামে স্বাস্থ্য সংক্রান্ত অ্যাপ লঞ্চ করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই
3.UNICEF-এর দ্বারা Immunisation Champion Award-এ সম্মানিত হলেন RJ Umar Nisar মেক্সিকান রেসিং কার
4.Monaco F1 Grand Prix 2022 টাইটেল জিত ড্রাইভার Sergio Pérez
5.সম্প্রতি ৫৩ বছর বয়সে প্রয়াত সঙ্গীত শিল্পী KK-র পুরো নাম কৃষ্ণকুমার কুন্নথ
6.V Shantaram Lifetime Achievement Award দ্বারা সম্মানিত হলেন ফিল্ম মেকার সঞ্জিত নারবেকার
7. National Assets Reconstruction Company Ltd (NARCL)-এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত হলেন নটরাজন সুন্দর
8.Param Ananta নামে সুপার কম্পিউটারটি ইনস্টল করা হলো IIT Gandhinagar-এ
9.ভারতে প্রথম India Post-এর পারসেল ড্রোনের মাধ্যমে ডেলিভার করছে গুজরাট
10.সম্প্রতি কর্ণাটকের নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন বন্দিতা শৰ্মা
Post a Comment
Please do not enter any spam link in the comment box.