6th June Bengali Current Affairs
Current Affairs - 06/06/2022
1.পোল্যান্ডকে ৬-৪ গোলে পরাজিত করে FIH Hockey 5s Championship জিতলো ভারত
2.French Open 2022 পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন স্পেনের রাফায়েল নাদাল এবং মহিলা বিভাগে জিতলেন পোল্যান্ডের ইগা সিয়াটেক
3.তফসিলি জাতির মেধাবী শিক্ষার্থীদের জন্য " SHRESHTA " স্কিম লঞ্চ করলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ড . বীরেন্দ্র কুমার
4.সম্প্রতি Kiyaverse নামে ভারতের প্রথম ব্যাঙ্কিং মেটাভার্স ভার্স লঞ্চ করলো kiya.ai
5.সম্প্রতি ১০২ বছর বয়সে মারা গেলেন প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী অঞ্জলী পন্নুসামি
6.UN World Summit- এ Best Project Award জিতলো মেঘালয় সরকার
7.কর্নাটকে ANANTH Technologies নামে স্পেসক্রাফট ম্যানুফ্যাকচারিং ইউনিটের উদ্বোধন করলেন ISRO - র চেয়ারম্যান এস . সোমনাথ
৪.সম্প্রতি ইঁদুরের শরীরে নতুন করোনা ভাইরাসের সন্ধান পেলো সুইডেনের বিজ্ঞানীরা
9.হারিয়ে যাওয়া শিশুদের খুঁজে পাওয়ার জন্য "Alert" ফিচার লঞ্চ করলো ইনস্টাগ্রাম
10.শিক্ষার্থীদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে PM Shree School নামে মডেল স্কুল খুলতে চলেছে কেন্দ্ৰ
Post a Comment
Please do not enter any spam link in the comment box.