প্রিয় বন্ধুরা! আমাদের ব্লগ NEWS INFO তে স্বাগতম। আজ এই নিবন্ধে আমরা একটি নতুন প্রকল্প আপডেট শেয়ার করব। এখানে আমরা পশ্চিমবঙ্গ রাজ্যের খাদ্যসাথী প্রকল্প নিয়ে আলোচনা করব।
রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা আইন / রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার অন্তর্গত কোন রেশন কার্ড সংযোজন / সংশোধন বা রেশন কার্ড সংক্রান্ত পরিবর্তন করতে হলে যে ফর্ম পূরণ করতে হবে এবং যে নথি জমা করতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ব্লগটিতে।
পরিবারের কোনো সদস্যেরই যদি ডিজিটাল রেশন কার্ড না থাকে এবং পরিবারটি ভর্তুকিযুক্ত খাদ্য শস্যের আওতায় আসতে চাইলে কি করতে হবে?
- ফর্ম ৩ পূরণ করে জমা দিতে হবে
- আবেদনকারীর বয়স ৫ বছরের বেশি হলে আধার কার্ডের ফটোকপি জমা দিতে হবে ( বয়স ৫ বছরের কম হলে জন্ম সার্টিফিকেটের ফটোকপি দিলেও চলবে )
- আবেদনকারীর নিজের বা পরিবারের কোন সদস্যের বৈধ ফোন নাম্বার লাগবে
- আধার কার্ডে উল্লেখিত ঠিকানা ভিন্ন বা অন্য ঠিকানা হলে সেই ঠিকানার প্রমাণ ( পাসপোর্ট / বিদ্যুতের বিল / ড্রাইভিং লাইসেন্স / পোস্টপেড মোবাইলের বিল / ল্যান্ডলাইন ফোনের বিল ) দরকার
পরিবারের কিছু সদস্য ডিজিটাল রেশন কার্ড না পেয়ে থাকলে কি করতে হবে?
- ফর্ম ৪ পূরণ করে জমা দিতে হবে
- পরিবারের প্রধান বা অন্য কোনো সদস্যের ডিজিটাল রেশন কার্ডের ফটোকপি জমা দিতে হবে
- আবেদনকারীর নিজের বা পরিবারের কোন সদস্যের বৈধ ফোন নাম্বার লাগবে
- আবেদনকারীর বয়স ৫ বছরের বেশি হলে আধার কার্ডের ফটোকপি দিতে হবে এবং বয়স ৫ বছরের কম হলে জন্ম সার্টিফিকেটের ফটোকপি দিলেও চলবে
- পরিবারের সকল ডিজিটাল রেশন কার্ডধারীর আধার কার্ডের ফটোকপি দিতে হবে
রেশন কার্ডের তথ্য যেমন নাম, ঠিকানা, জন্মতারিখ ইত্যাদি সংশোধন করতে হলে কি করতে হবে?
- ফর্ম ৫ পূরণ করে জমা দিতে হবে
- বর্তমান ডিজিটাল রেশন কার্ডের ফটোকপি জমা দিতে হবে
- প্রয়োজনীয় সংশোধনের সমর্থনের নথি ( যেমন ভোটার কার্ড, কিষান ক্রেডিট কার্ড, পাসপোর্ট, ব্যাংকের পাস বই ইত্যাদি ) জমা দিতে হবে
- আবেদনকারীর বয়স ৫ বছরের বেশি হলে আধার কার্ডের ফটোকপি দিতে হবে এবং বয়স ৫ বছরের কম হলে জন্ম সার্টিফিকেটের ফটোকপি দিলেও চলবে
- আবেদনকারীর নিজের বা পরিবারের কোন সদস্যের বৈধ ফোন নাম্বার লাগবে
রেশন দোকান বা ন্যায্য মূল্যের দোকান পরিবর্তনের জন্য কি করতে হবে?
- পুরো পরিবারের ক্ষেত্রে ফর্ম ৬ আংশিক পরিবারের ক্ষেত্রে ফর্ম ১৩ এবং বিবাহজনিত কারণ হলে ফর্ম ১৪ পূরণ করে জমা করতে হবে
- বর্তমান ডিজিটাল রেশন কার্ডের ফটোকপি জমা দিতে হবে
- আবেদনকারীর আধার কার্ডের ফটোকপি জমা দিতে হবে
- বিবাহের কারণে দোকান পরিবর্তন করতে চাইলে বিবাহের শংসাপত্র জমা দিতে হবে
- পরিবারের বাকি সদস্যদের আধার কার্ডের ফটোকপি দিতে হবে
মৃত্যু বা অন্য কারণে রেশন কার্ড সমর্থন করার জন্য কি করতে হবে?
- ফর্ম ৭ পূরণ করে জমা দিতে হবে
- ডিজিটাল রেশন কার্ড জমা দিতে হবে
- মৃত্যুর শংসাপত্র / শ্মশানঘাট বা গোরস্থানের শংসাপত্রের ফটোকপি দিতে হবে
বিকল্প ডিজিটাল রেশন কার্ড পেতে হলে কি করতে হবে?
- ফর্ম ৯ পূরণ করে জমা দিতে হবে
- হারিয়ে যাওয়া ডিজিটাল রেশন কার্ডের ফটোকপি দিতে হবে। না থাকলে পরিবারের অন্য কোন সদস্যের রেশন কার্ডের ফটোকপি দিতে হবে
- পরিবারের সকল সদস্যের আধার কার্ডের ফটোকপি জমা দিতে হবে ( বয়স ৫ বছরের কম হলে জন্ম সার্টিফিকেটের ফটোকপি দিলেও চলবে )
- রেশন কার্ড নষ্ট হয়ে গেলে ডিজিটাল রেশন কার্ডের ফটোকপি দিতে হবে
ভর্তুকিহীন রেশন কার্ড ( জেনারেল ক্যাটাগরির ডিজিটাল রেশন কার্ড ) পেতে হলে কি করতে হবে?
- ফর্ম ১০ পূরণ করে জমা দিতে হবে
- রেশন কার্ডের ফটোকপি ( যদি থাকে ) দিতে হবে
- আবেদনকারীর বয়স ৫ বছরের বেশি হলে আধার কার্ডের ফটোকপি দিতে হবে এবং বয়স ৫ বছরের কম হলে জন্ম সার্টিফিকেটের ফটোকপি দিলেও চলবে
ডিজিটাল রেশন কার্ডের সাথে আধার এবং মোবাইল নম্বর সংযুক্তিকরণ
ডিজিটাল রেশন কার্ডের সাথে আধার এবং মোবাইল নাম্বার সংযুক্ত করার জন্য আপনার নিকটবর্তী দুয়ারে সরকার কাম্প অথবা নিকটবর্তী রেশন দোকান অথবা বাংলা সহায়তা কেন্দ্রে যেতে পারেন।
প্রয়োজনীয় নথিঃ
- ডিজিটাল রেশন কার্ড
- আধার কার্ড
- মোবাইল নম্বর
কোথা থেকে ফর্ম ডাউনলোড করতে হবে?
- Step 1: খাদ্যসাথী অফিশিয়াল ওয়েবসাইট টি ওপেন করুন ( https://food.wb.gov.in/index.aspx )
- Step 2: সার্ভিস অপশনে ক্লিক করতে হবে
- Step 3: এপ্লাই অফলাইন অপশনটিতে ক্লিক করতে হবে
- Step 4: সমস্ত ফর্ম বেরিয়ে যাবে এখান থেকে আপনার ডাউনলোড করে নিতে পারবেন
ফর্ম ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুনঃ Click Here
কোথায় ফর্ম জমা দিতে হবে?
খাদ্য পরিদর্শকের কার্যালয় (Food Supply Office) এবং বাংলা সহায়তা কেন্দ্রের আপনার ফর্ম জমা করতে পারেন। এছাড়া দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা নেওয়া হবে।
Post a Comment
Please do not enter any spam link in the comment box.