8th June Bengali Current Affairs

current affairs - 08/06/2022
আমাদের সমস্ত আপডেট প্রতিদিন বিনামূল্যে পাওয়ার জন্য অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।

Current Affairs - 08/06/2022


1.বিশ্ব সমুদ্র দিবস পালন করা হয় ৮ই জুন; এবছরের থিম হলো-"Revitalization: Collective Action for the Ocean"


2.সম্প্রতি সিকিমের State Butterfly হিসেবে ঘোষিত হলো "Blue Duke" নামের প্রজাপতি


3.সম্প্রতি আলবেনিয়ার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন জেনারেল মেজর Bajram Begaj


4.Garuda Aerospace কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি


5.Environmental Performance Index 2022-এ ভারতের স্থান ১৮০; প্রথম স্থানে ডেনমার্ক, দ্বিতীয় স্থানে যুক্তরাজ্য এবং তৃতীয় স্থানে ফিনল্যান্ড


6.মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত “Ex Khaan Quest 2022” নামে বহুজাতিক অনুশীলনে অংশ নিল ইন্ডিয়ান আর্মি


7.কাজাখস্তানে অনুষ্ঠিত Bolat Turlykhanov Cup-এ ভারত মোট ১২টি মেডেল জিতলো, যার মধ্যে ৬টি সোনা, ১টি রূপো এবং ৫টি ব্রোঞ্জ


8.State Bank India-র নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন অলোক কুমার চৌধুরী


9.International Aluminium Institute(IAI)-এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন সতীশ পাই


10.সম্প্রতি উড়িষ্যার ড. আব্দুল কালাম দ্বীপে Agni-4 নামে ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা করলো ভারত



আমাদের সমস্ত আপডেট প্রতিদিন বিনামূল্যে পাওয়ার জন্য অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।

আগের পর্বঃ

Post a Comment

Please do not enter any spam link in the comment box.

Previous Post Next Post