7th June Bengali Current Affairs
Current Affairs - 07/06/2022
1.World Food Safety Day পালন করা হয় ৭ ই জুন ; এবছরের থিম হলো “ Safer food , better health ”
2.সম্প্রতি লাদাখের লেহ - তে My Pad My Right প্রোগ্রাম লঞ্চ করলো NABARD
3.বাংলাদেশের মিলিটারির সাথে Sampriti - X নামে সেনা অনুশীলন শুরু করলো ভারত
4.বিশ্বের প্রথম মেছো বিড়ালের সমীক্ষা করা হলো উড়িষ্যার চিল্কা হ্রদে
5.নিউ দিল্লিতে National Tribal Research Institute ( NTRI ) - এর উদ্বোধন করবেন অমিত শাহ
6.বিহারের রক্সৌলে National Food Laboratory- এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী মানসুখ মান্দভিয়া
7.জুলাই মাস থেকে রাজ্যে সমস্ত প্লাস্টিক ব্যবহার ব্যান করছে পাঞ্জাব
8.Kumbha T34 নামে পুরুষ বাঘটি মারা গেল রাজস্থানের রান্থামবোর ন্যাশনাল পার্কে
9.সম্প্রতি তুর্কি তাদের দেশের নাম Turkey থেকে পরিবর্তন করে নতুন নাম রাখলো " Türkiye "
10.ভারতের বৃহত্তম এয়ারপোর্ট উত্তরপ্রদেশের Jewar Airport তৈরি করার টেন্ডার পেল Tata Projects
Post a Comment
Please do not enter any spam link in the comment box.