আজকের কারেন্ট অ্যাফেয়ার্স: ৩০শে নভেম্বর ২০২৫ (পশ্চিমবঙ্গ ও ভারত স্পেশাল)
আজকের দিনে ঘটে যাওয়া রাজ্য, দেশ ও আন্তর্জাতিক স্তরের সেরা খবরগুলি যা আগামী যেকোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক নজরে দেখে নিন আজকের সেরা আপডেটগুলি।
১. পশ্চিমবঙ্গ রাজ্যের গুরুত্বপূর্ণ খবর (West Bengal Current Affairs)
-
ওয়াকফ সংশোধনী আইন ২০২৫ গ্রহণ করল রাজ্য:
দীর্ঘ টালবাহানার পর পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকারের 'ওয়াকফ সংশোধনী আইন, ২০২৫' কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী, আগামী ৫ই ডিসেম্বরের মধ্যে রাজ্যের প্রায় ৮২,০০০ ওয়াকফ সম্পত্তির তথ্য কেন্দ্রীয় পোর্টালে (umeedminority.gov.in) আপলোড করার জন্য জেলাশসক (DM)-দের নির্দেশ দেওয়া হয়েছে। -
রিচা ঘোষ ক্রিকেট স্টেডিয়াম:
উত্তরবঙ্গের শিলিগুড়িতে একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় মহিলা ক্রিকেট দলের উইকেটকিপার এবং শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষের (Richa Ghosh) নামানুসারে এই স্টেডিয়ামের নামকরণ করা হবে। -
এএফসি (AFC) ওমেনস চ্যাম্পিয়ন্স লিগ:
এএফসি ওমেনস চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ঐতিহাসিক যাত্রা শেষ করল ইস্টবেঙ্গল এফসি ওমেন। গ্রুপ পর্বে উজবেকিস্তানের পিএফসি নাসাফের কাছে হেরে তারা টুর্নামেন্ট থেকে বিদায় নিল।
২. জাতীয় ও আন্তর্জাতিক খবর (National & International News)
-
ঘূর্ণিঝড় ‘ডিটোয়াহ’ (Cyclone Ditwah):
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টির নাম রাখা হয়েছে ‘ডিটোয়াহ’। এই নামটির প্রস্তাব দিয়েছে ইয়েমেন। বর্তমানে এটি অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং পুদুচেরি উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। -
২০৩০ কমনওয়েলথ গেমস হবে ভারতে:
ভারতের ক্রীড়া ইতিহাসের জন্য এক বড় খবর! ২০৩০ সালের কমনওয়েলথ গেমস (Commonwealth Games) আয়োজক শহর হিসেবে নির্বাচিত হয়েছে আমেদাবাদ। এটি হবে গেমসের ১০০তম বা শতবর্ষীয় সংস্করণ। -
ভারতের নতুন প্রধান বিচারপতি:
ভারতের ৫৩তম প্রধান বিচারপতি (CJI) হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি সূর্য কান্ত (Justice Surya Kant)। -
জিডিপি (GDP) প্রবৃদ্ধি:
চলতি অর্থবছরের দ্বিতীয় কোয়ার্টারে (জুলাই-সেপ্টেম্বর) ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭.২%, যা অর্থনীতিবিদদের পূর্বাভাসের চেয়েও ভালো।
৩. খেলাধুলার খবর (Sports News)
-
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ওয়ানডে:
রাঁচিতে অনুষ্ঠিত প্রথম ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৭ রানে হারিয়েছে ভারত। এই ম্যাচে বিরাট কোহলি তাঁর ওয়ানডে ক্যারিয়ারের ৫২তম শতরান (১৩৫ রান) করে দলের জয়ে প্রধান ভূমিকা পালন করেন। -
দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপ জয়:
ইতিহাস গড়ল ভারতের মেয়েরা। ফাইনালে নেপালকে হারিয়ে প্রথমবারের জন্য আয়োজিত ব্লাইন্ড ওমেনস টি-২০ বিশ্বকাপ জিতে নিল ভারত। -
সুলতান আজলান শাহ কাপ:
মালয়েশিয়ায় অনুষ্ঠিত সুলতান আজলান শাহ হকি টুর্নামেন্টে রানার্স-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হলো ভারতীয় পুরুষ হকি দলকে।
৪. গুরুত্বপূর্ণ দিবস (Important Days)
(নভেম্বরের শেষ সপ্তাহের গুরুত্বপূর্ণ দিন যা পরীক্ষায় আসতে পারে)
- ২৬শে নভেম্বর: সংবিধান দিবস (Constitution Day)। ১৯৪৯ সালের এই দিনে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল।
- ২৬শে নভেম্বর: জাতীয় দুগ্ধ দিবস (National Milk Day) – ভার্গিস কুরিয়েনের জন্মবার্ষিকী।
❓ প্রশ্ন: আজকের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আপনার জন্য প্রশ্ন -
"ঘূর্ণিঝড় ‘ডিটোয়াহ’-র নামকরণ কোন দেশ করেছে?"
(কমেন্টে জানান)



Post a Comment
Please do not enter any spam link in the comment box.