23rd December Bengali Current Affairs

23rd December - Current Affairs

To get the latest government job update & Free Study Material joins our telegram group ( সরকারি চাকরির আপডেট এবং Free Study Material পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন ):  Click Here.


Current Affairs - 23/12/2021


1.সম্প্রতি "Free Smartphone Yojna" লঞ্চ করছে উত্তর প্রদেশ রাজ্য সরকার ( ২৫শে ডিসেম্বর অটল বিহারী বাজপেয়ীর এর জন্ম দিবসের দিন এই যোজনা লঞ্চ করা হবে, এই যোজনার আওতায় ৬0000 স্মার্টফোন এবং ৪0000 ট্যাবলেট দেওয়া হবে )।


2.BrahMos Aerospace Limited ( হেড কোয়ার্টার - নিউ দিল্লি, প্রতিষ্ঠা সাল - ১৯৯৮ সালের ১২ই ফেব্রুয়ারি ) -এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসেবে নিযুক্ত হলেন অতুল ডিংকর রানে।

3.লেটেস্ট ICC Men's Test Batsmen Rankings 2021-এ প্রথম স্থানে আছে অস্ট্রেলিয়ার Marnus Labuschagne, দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ডের জো রুট এবং ভারতের বিরাট কোহলির স্থান সপ্তম।


4.National Energy Conservation Award 2021 জিতল হায়দ্রাবাদ এয়ারপোর্ট।


5.UN Women's Award for Leadership Commitment জিতল ভারতীয় মহিলা দিব্যা হেগরে।


6.জাতীয় কৃষক দিবস পালন করা হয় ২৩শে ডিসেম্বর ( ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরী চরন সিং এর জন্মবার্ষিকী উপলক্ষে ২০০১ সাল থেকে এই দিবস পালন করা হচ্ছে )।


7.2022 Winter Olympics -এ ভারতের "Chef de Mission" হিসেবে নিযুক্ত হলেন হারজিন্দার সিং ( তিনি ICC Hockey Association of India -র জেনারেল সেক্রেটারি )।


8.২০২৫ সাল পর্যন্ত BWF Athletes Commission -এর সদস্য হিসেবে নিযুক্ত হলেন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু।


9.সম্প্রতি উদ্বোধন করা মহানদীর উপর উড়িষ্যার দীর্ঘ সেতুটির নাম রাখা হয়েছে টি-সেতু।


10."Babur Cruise Missile 1B"-এর টেস্ট লঞ্চ করলো পাকিস্তান।


To get the latest government job update & Free Study Material joins our telegram group ( সরকারি চাকরির আপডেট এবং Free Study Material পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন ):  Click Here.



Read More:


Current Affairs - 22/12/2021


THANK YOU

Post a Comment

Please do not enter any spam link in the comment box.

Previous Post Next Post