24th December Bengali Current Affairs
To get the latest government job update & Free Study Material joins our telegram group ( সরকারি চাকরির আপডেট এবং Free Study Material পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন ): Click Here.
Current Affairs - 24/12/2021
1."Pralay" নামে মিসাইলের প্রথম ফ্লাইট টেস্ট সফলভাবে সম্পন্ন করলো ভারত ( উড়িষ্যার উপকূলে এই পরীক্ষাটি সম্পন্ন করা হলো, এই মিসাইলটি ভারতের নিজস্ব তৈরি )।
2.জাতীয় উপভোক্তা দিবস পালন করা হয় ২৪শে ডিসেম্বর।
3.২০২০-২০২১ সালে ডিজিটাল পেমেন্ট এর তালিকায় প্রথম স্থানে আছে Bank of Baroda।
4.BWF Ranking Men's Singles তালিকায় প্রথম স্থানে আছে ডেনমার্কের ব্যাডমিন্টন খেলোয়াড় Viktor Axelsen, দ্বিতীয় স্থানে আছে জাপানের Kento Momota, এবং তৃতীয় স্থানে রয়েছে ডেনমার্কের Anders Antosen (ভারতের কিদাম্বি শ্রীকান্তের স্থান ১০ এবং লক্ষ্য সেনের স্থান ১৭)।
5.অনলাইন বাস টিকিট কেনার জন্য Chalo Mobile App লঞ্চ করল মহারাষ্ট্র রাজ্য সরকার।
6."James Webb Space Telescope Mission" লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে মহাকাশ গবেষণা সংস্থা NASA।
7.Hyundai Motor India -র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন ভারতীয় গল্ফ খেলোয়াড় আদিতি অশোক (তিনি ২০২০ সালে অর্জুন পুরস্কার পেয়েছেন)।
8.সম্প্রতি প্রয়াত গিরিশ ঠাকরাল নানাভাতি ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ( মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৭ বছর )।
9.Asian Men's Champions Trophy -তে পাকিস্তান কে পরাজিত করে ব্রোঞ্চ জিতল ভারত।
10.11th National Billiards Title জিতল পঙ্কজ আদভানি।
To get the latest government job update & Free Study Material joins our telegram group ( সরকারি চাকরির আপডেট এবং Free Study Material পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন ): Click Here.
Read More:
Post a Comment
Please do not enter any spam link in the comment box.