25th December Bengali Current Affairs
To get the latest government job update & Free Study Material joins our telegram group ( সরকারি চাকরির আপডেট এবং Free Study Material পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন ): Click Here.
Current Affairs - 25/12/2021
1.সম্প্রতি মদ্যপানের নূন্যতম বয়সসীমা ২৫ থেকে কমিয়ে ২১ করার জন্য বিল পাস করলো হরিয়ানা রাজ্যের বিধানসভা।
2.সম্প্রতি Eishin Chihana মোটর গাড়ি প্রস্তুতকারী কোম্পানি Yamaha Motors India-র চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন।
3."ASIGMA" নামে কনটেম্পোরারী মেসেজিং অ্যাপ লঞ্চ করল ভারতীয় প্রতিরক্ষা বাহিনী - ইন্ডিয়ান আর্মি।
4.IFFCO-TOKIO General Insurance-এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসেবে নিযুক্ত হলেন - H. O. Suri।
5.সম্প্রতি Mother Teresa Memorial Award জিতলেন পরিবেশকর্মী অনিল প্রকাশ যোশী ( তিনি ছাড়াও এই পুরস্কার পেলেন বিদ্যুৎ মোহন এবং রিধিমা পান্ডে )।
6.ভারতকে পরাজিত করে SAFF U 19 Women's Championship জিতল বাংলাদেশ।
7.প্রথম ভারতীয় মেয়ে হিসেবে junior US Open Squash Tournament জিতল অনাহাত সিং।
8.সম্প্রতি বেলজিয়াম ( রাজধানী - ব্রাসেলস, মুদ্রার নাম - ইউরো ) দেশের সরকার ২০২৫ সালের মধ্যে সমস্ত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গুলি বন্ধ করার কথা ঘোষণা করল।
9.সম্প্রতি সঞ্জয় কুমার মিশ্র উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন।
10.Global Unicorn Index 2021-এ ভারতের স্থান তৃতীয় ( প্রথম স্থানে আছে আমেরিকা এবং দ্বিতীয় স্থানে আছে চীন )।
To get the latest government job update & Free Study Material joins our telegram group ( সরকারি চাকরির আপডেট এবং Free Study Material পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন ): Click Here.
Read More:
Post a Comment
Please do not enter any spam link in the comment box.