30th December Bengali Current Affairs

30th December 2021 - Current Affairs

To get the latest government job update & Free Study Material join our telegram group ( সরকারি চাকরির আপডেট এবং Free Study Material পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন ):  Click Here.


Current Affairs - 30/12/2021


1.সম্প্রতি অতুল কুমার গোয়েল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (হেডকোয়ার্টার - দিল্লি, প্রতিষ্ঠা সাল - ১৮৯৪ সালের ১৯শে মে)-এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে নিযুক্ত হলেন।


2.Indian Institute of Corporate Affairs (হেডকোয়ার্টার - নিউ দিল্লি, প্রতিষ্ঠা সাল - ২০১২) -এর ডিরেক্টর জেনারেল এবং সিইও হিসেবে নিযুক্ত হলেন প্রবীণ কুমার।

3."Ziyuan-1 02E"-নামে ক্যামেরা স্যাটেলাইট লঞ্চ করল চীন।


4.Atal Ranking 2021 -এ প্রথম স্থানে আছে IIT Madras, দ্বিতীয় স্থানে আছে IIT Bombay এবং তৃতীয় স্থানে আছে IIT Delhi।


5.Shyama Prasad Mukherji Rurban Mission এর বাস্তবায়নে প্রথম স্থান অর্জন করল তেলেঙ্গানা, দ্বিতীয় স্থানে আছে তামিলনাড়ু এবং তৃতীয় স্থানে আছে গুজরাট।


6.বিশ্বে প্রথম ডুয়েল মোড ভেহিকেল তৈরি করল জাপান। এই যানটি রোড এবং ট্র্যাক উভয় জায়গায় চলতে পারবে।


7.পঞ্চম ভারতীয় পেশা হিসেবে ২০০ টি টেস্ট উইকেট নিলেন মহম্মদ সামি। এই তালিকায় বাকিরা হলেন কপিল দেব,জাভাগাল শ্রীনাথ, জাহির খান, এবং ইশান্ত শর্মা।


8.সম্প্রতি "No-Objection Certificate (NOC)" ছাড়া কোনো বিদেশীকে বিবাহের উপর নিষেধাজ্ঞা জারি করল শ্রীলংকা।


9.মধ্যপ্রদেশের মহউতে কোয়ান্টাম ল্যাবরটরি উদ্বোধন করল ইন্ডিয়ান আর্মি।


10.আগামী দুই বছরের জন্য পশ্চিমবঙ্গের পুলিশের ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন মনোজ মালব্য।


To get the latest government job update & Free Study Material join our telegram group ( সরকারি চাকরির আপডেট এবং Free Study Material পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন ):  Click Here.



Read More:


Current Affairs - 29/12/2021


THANK YOU

Post a Comment

Please do not enter any spam link in the comment box.

Previous Post Next Post