31st December Bengali Current Affairs

31st December 2021 - Current Affairs

To get the latest government job update & Free Study Material join our telegram group ( সরকারি চাকরির আপডেট এবং Free Study Material পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন ):  Click Here.


Current Affairs - 31/12/2021


1.উত্তরপ্রদেশের ঝাঁসী রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হল বীরাঙ্গনা লক্ষ্মীবাঈ রেলওয়ে স্টেশন।


2.সম্প্রতি নিউজিল্যান্ডের ক্রিকেটার রস টেলর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন।

3.মেক্সিকো দেশে (রাজধানী - মেক্সিকো সিটি, মুদ্রার নাম - পেসো) ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন পঙ্কজ শর্মা।


4.সম্প্রতি দুর্গা শঙ্কর মিশ্র উত্তর প্রদেশ রাজ্যের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন।


5.EaseMyTrip কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন ২ বলিউড অভিনেতা বিজয় রাজ এবং বরুন শর্মা।


6.দুর্নীতির কারণে সোমালিয়া দেশের প্রধানমন্ত্রীর পদ থেকে সাসপেন্ড করা হলো মোহাম্মদ হোসেন রোবেলকে।


7.New Development Bank-এর সদস্য দেশ হিসেবে অন্তর্ভুক্ত হলো ইজিপ্ট (Egypt)। বাকি তিন সদস্য দেশ হলো বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, এবং উরুগুয়ে। আগে এই ব্যাংকের নাম ছিল BRICS Development Bank। এই ব্যাংকের হেড কোয়ার্টার - সাংহাই, চীন। প্রতিষ্ঠা সাল - ২০১৪ সালের ১৫ই জুলাই। প্রেসিডেন্ট - Marcos Prado Troyjo।


8.নিউ দিল্লিতে Drug-Free India Campaign শুরু করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।


9.জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের Anti-terrorism Committee তে সভাপতিত্ব করবে ভারত।


10.সম্প্রতি সিকিম রাজ্যে "নরেন্দ্র মোদী মার্গ" নামের রোডের উদ্বোধন করা হলো। সমগো লেক ও নাথুলা বর্ডার পাসের সাথে গ্যাংটকের সংযোগ রোড এটি।


To get the latest government job update & Free Study Material join our telegram group ( সরকারি চাকরির আপডেট এবং Free Study Material পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন ):  Click Here.



Read More:


Current Affairs - 30/12/2021


THANK YOU

Post a Comment

Please do not enter any spam link in the comment box.

Previous Post Next Post