1st January Bengali Current Affairs

1st January 2022 - Current Affairs

To get the latest government job update & Free Study Material join our telegram group ( সরকারি চাকরির আপডেট এবং Free Study Material পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন ):  Click Here.


Current Affairs - 01/01/2022


1."World CEO Winner of the Year 2021" অ্যাওয়ার্ড জিতলেন কিশোর কুমার ইয়েদাম। তিনি হায়দ্রাবাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি FSS-এর বর্তমান CEO।


2.National Tiger Conservation Authority (NTCA)-এর তথ্য অনুযায়ী ২০২১ সালে বাঘ মৃত্যুর সংখ্যা ১২৬টি। এর মধ্যে ৪৪টি বাঘ মারা গেছে মধ্যপ্রদেশে।

3.Palestinian Virtual Museum প্রতিষ্ঠার জন্য ইউনেস্কোর সাথে পার্টনারশিপ গড়লো সুইডেন।


4.UN Conference on Disarmament-এ ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন অনুপম রায়।


5.সাউথ আফ্রিকার ক্রিকেটার কুইন্টন ডি কক সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন।


6.সম্প্রতি তৃতীয়বার ফেডারেশন কাপ জিতল মহিলা ক্যারাম খেলোয়াড় রশ্মী কুমারী।


7.বিশ্বের সবচেয়ে দীর্ঘ মেট্রো লাইন উদ্বোধন করা হলো চীনের। চীনের সাংহাইয়ে এটি উদ্বোধন করা হলো।


8."মীরজাফর ও অন্যান্য নাটক"-এর জন্য সাহিত্য একাডেমী পুরস্কার পেলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ১৯৬৭ সালে পশ্চিমবঙ্গ থেকে নাটকের জন্য প্রথম সাহিত্য একাডেমী পুরস্কার পেয়েছিলেন বুদ্ধদেব বসু। তার নাটকের নাম ছিল "তপস্বী ও তরঙ্গিনী"।


9.২০২২ বেজিং উইন্টার অলিম্পিকের জন্য দুটো আলাদা আলাদা ইভেন্টে প্রথম ভারতীয় হিসেবে কোয়ালিফাই করল ক্রীড়াবিদ আরিফ মহম্মদ খান। তিনি জম্মু-কাশ্মীরের স্কি খেলোয়াড়।


10.সম্প্রতি তামিলনাড়ু রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করলেন রুপা গুরুনাথ।


To get the latest government job update & Free Study Material join our telegram group ( সরকারি চাকরির আপডেট এবং Free Study Material পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন ):  Click Here.



Read More:


Current Affairs - 31/12/2021


THANK YOU

Post a Comment

Please do not enter any spam link in the comment box.

Previous Post Next Post