6th January Bengali Current Affairs

6th January 2022 - Current Affairs

To get the latest government job update & Free Study Material join our telegram group ( সরকারি চাকরির আপডেট এবং Free Study Material পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন ):  Click Here.


Current Affairs - 06/01/2022


1.ওয়াটার মেট্রো প্রজেক্টের জন্য প্রথম ব্যাটারি চালিত বৈদ্যুতিক নৌকা তৈরি করা হল কেরালা রাজ্যে।


2.International Solar Alliance (ISA)-এর ১০২ তম সদস্য দেশ হিসেবে অন্তর্ভুক্ত হলো অ্যান্টিগুয়া ও বার্বুডা। ISA এর হেডকোয়ার্টার - গুরুগ্রাম হরিয়ানা, প্রতিষ্ঠা সাল - ২০১৫ সালের ৩০শে নভেম্বর, বর্তমান ডিরেক্টর জেনারেল - অজয় মথুর।


3.US-India Business Council (USIBC) এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন অতুল কেশপ।


4.ফটো জার্নালিজমে Ramnath Goenka Award জিতলেন জিসান এ. লতিফ।


5.বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হতে চলা "মিলন" নামে নৌসেনা মহড়ায় ৪৬ টি দেশকে আহ্বান জানালো ভারত।


6.সম্প্রতি প্রয়াত হল সমাজকর্মী সিন্ধুতাই সপকল। তিনি বিগত ৪০ বছরে ১ হাজারেরও বেশি অনাথ শিশুকে দত্তক নিয়েছেন। এই মহান কাজের জন্য ২০২১ সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। এছাড়াও তিনি ৭৫০ টি পুরস্কার পেয়েছেন, এবং পুরস্কার মূল্য দিয়ে তিনি অনাথ শিশুদের জন্য থাকা-খাওয়ার ব্যবস্থা করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।


7.কেন্দ্র সরকারের উজালা স্কিম সম্প্রতি সাত বছর পূর্ণ করল। এই স্কিমটি ২০১৫ সালের ৫ ই জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লঞ্চ করেছিলেন।  


8.ভারতীয় রিজার্ভ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন দীপক কুমার ও অজয় কুমার চৌধুরী। 


9.ভারতীয় বংশোদ্ভুত মহিলা হিসেবে প্রথম দক্ষিণ মেরু জয় করলেন হারপ্রীত চন্ডী। তিনি একাই ৭০০ মাইল অতিক্রম করে দক্ষিণ মেরু জয় করলেন।


10.উড়িষ্যার প্রথম বাল্যবিবাহ মুক্ত জেলার তকমা পেল গঞ্জাম।


11.বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ০৩ জানুয়ারী ২০২২ তারিখে জনসাধারণের প্রতিক্রিয়ার জন্য জাতীয় বিমান ক্রীড়া নীতি (NASP) এর খসড়া প্রকাশ করেছে।


12.স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফলাইন ডিজিটাল পেমেন্টের ফ্রেমওয়ার্ক প্রকাশ করেছে।


To get the latest government job update & Free Study Material join our telegram group ( সরকারি চাকরির আপডেট এবং Free Study Material পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন ):  Click Here.



Read More:


Current Affairs - 05/01/2022


THANK YOU

Post a Comment

Please do not enter any spam link in the comment box.

Previous Post Next Post