7th January Bengali Current Affairs
To get the latest government job update & Free Study Material join our telegram group ( সরকারি চাকরির আপডেট এবং Free Study Material পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন ): Click Here.
Current Affairs - 07/01/2022
1.মানবদেহে ওমিক্রন শনাক্ত করতে "OmiSure" কিট প্রথম অনুমোদন করলো Indian Council of Medical Research (ICMR)। ICMR হেডকোয়ার্টার - নিউ দিল্লি, প্রতিষ্ঠা সাল - ১৯১১, বর্তমান ডিরেক্টর জেনারেল - বলরাম ভার্গবা।
2.ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে Scheduled Bank তকমা পেল Airtel Payment Bank।
3.UN Anti-Terrorism Commite -এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন টি. এস. তিরুমূর্তি।
4."Mamata: Beyond 2021" শিরোনামে বইটি লিখলেন জয়ন্ত ঘোষাল। এই বইটি অনুবাদ করেছেন অরুণাভ সিনহা।
5.সম্প্রতি Bank of Baroda-র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন মহিলা ক্রিকেটার শেফালী বর্মা।
6.লেটেস্ট ICC Test Batsmen Rankings-এ বিরাট কোহলির স্থান নবম এবং রোহিত শর্মার স্থান পঞ্চম।
7.সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন শ্রীলঙ্কান ক্রিকেটার Bhanuka Rajapaksa।
8.25th National Youth Festival হোস্ট করবে কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরি।
9.নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্বে প্রথম গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করলেন জে.সি. চৌধুরী। ২০২২ সালে তিনি প্রথম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের নাম তুললেন।
10.সম্প্রতি উত্তরপ্রদেশের সৈনিক স্কুলের নাম প্রয়াত চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের নামে রাখা হলো।
To get the latest government job update & Free Study Material join our telegram group ( সরকারি চাকরির আপডেট এবং Free Study Material পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন ): Click Here.
Read More:
Post a Comment
Please do not enter any spam link in the comment box.