11th January Bengali Current Affairs

11th January 2022 - Current Affairs

To get the latest government job update & Free Study Material join our telegram group ( সরকারি চাকরির আপডেট এবং Free Study Material পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন ):  Click Here.


Current Affairs - 11/01/2022


1.এখন থেকে ২৬ শে ডিসেম্বর দিনটিকে বীরবল দিবস হিসেবে পালনের জন্য ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুঘলদের হাতে খুন হওয়া গুরু গোবিন্দ সিংয়ের চার পুত্রদের স্মরণে এই দিবসটি পালন করা হবে।


2.Asian Infrastructure Investment Bank (AIIB) -এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন উর্জিত প্যাটেল। তিনি রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর।


3.২০২১ সালের ডিসেম্বর মাসে ICC Player of The Month হলেন নিউজিল্যান্ডের ক্রিকেটার আজাজ প্যাটেল।


4.Melbourne Summer Set ATP 250-এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন স্পেনের টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল। মহিলা বিভাগে এই টাইটেল জিতলেন রোমানিয়ার Simona Halep।


5.ক্রিপ্টো কারেন্সি ট্র্যাক করার জন্য ভারতে প্রথম Crypto Index IC15 লঞ্চ করল Crypto Wire Company।


6.অন-টাইম পারফরমেন্সের জন্য Top 10 Global List-এ অন্তর্ভুক্ত হচ্ছে ভারতের চেন্নাই এয়ারপোর্ট।


7.সেরা ছবির বিভাগে 2022 Golden Globes Award জিতল The Power of The Dog।


8.আসাম রাইফেল (নর্থ) -এর ইন্সপেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন বিকাশ লেখারা।


9.করোনা ভাইরাসের নতুন প্রজাতি ডেল্টাক্রন প্রথম পাওয়া গেল সাইপ্রাস দেশে।


10.ভারতের ৭৩ তম দাবা গ্রান্ড মাস্টার হলেন ভরত সুব্রমনিয়ম।


To get the latest government job update & Free Study Material join our telegram group ( সরকারি চাকরির আপডেট এবং Free Study Material পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন ):  Click Here.



Read More:


Current Affairs - 10/01/2022


THANK YOU

Post a Comment

Please do not enter any spam link in the comment box.

Previous Post Next Post