12th January Bengali Current Affairs
To get the latest government job update & Free Study Material join our telegram group ( সরকারি চাকরির আপডেট এবং Free Study Material পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন ): Click Here.
Current Affairs - 12/01/2022
1.আগত IPL -র টাইটেল স্পন্সর হচ্ছে TATA Group।
2.International Monetary Fund (IMF)-এর পরবর্তী চিফ ইকনোমিস্ট পদে নিযুক্ত হলেন ফ্রান্সের নাগরিক Pierre-Olivier Gourinchas।
3.সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ক্রিস মরিস।
4.2022 Adelaide International 1 Tennis Tournament -এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন ফ্রান্সের টেনিস খেলোয়াড় Gael Monfils। মহিলা বিভাগে এই টাইটেল জিতলেন অস্ট্রেলিয়ান টেনিস তারকা Ashleigh Barty।
5.'Ratan N. Tata: The Authorized Biography' শিরোনামে জীবনী গ্রন্থটি লিখলেন ড. থমাস ম্যাথিউ।
6.RenewBuy নামক অনলাইন ইন্সুরেন্স প্ল্যাটফর্মের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন ভারতীয় অভিনেতা রাজকুমার রাও।
7.ভারতের সহায়তায় লাক্সারি ট্রেন সার্ভিস লঞ্চ করল শ্রীলঙ্কা।
8.চীনের বিরুদ্ধে লড়ার জন্য অস্ট্রেলিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করলো জাপান।
9.সম্প্রতি গুজরাটের কেভাদিয়া রেলস্টেশনের নাম পরিবর্তন করে রাখা হল একতা নগর রেলওয়ে স্টেশন।
10.করোনা পরিস্থিতির কারণে সরকারি চাকরি প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩২ থেকে বাড়িয়ে ৩৬ বছর করল উড়িষ্যা সরকার।
To get the latest government job update & Free Study Material join our telegram group ( সরকারি চাকরির আপডেট এবং Free Study Material পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন ): Click Here.
Read More:
Post a Comment
Please do not enter any spam link in the comment box.