13th January Bengali Current Affairs
To get the latest government job update & Free Study Material join our telegram group ( সরকারি চাকরির আপডেট এবং Free Study Material পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন ): Click Here.
Current Affairs - 13/01/2022
1.ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) -এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন ডঃ এসঃ সোমনাথ।
2.Henley Passport Index 2022 -এ ভারতের স্থান ৮৩। এই ইনডেক্সে প্রথম স্থানে আছে জাপান ও সিঙ্গাপুর, দ্বিতীয় স্থানে জার্মানি ও দক্ষিণ কোরিয়া, এবং তৃতীয় স্থানে রয়েছে ফিনল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ এবং স্পেন।
3.12th Bharat Ratna Dr. Ambedkar Award 2022 জিতল Harshaali Malhotra। ২০১৫ সালে বজরঙ্গি ভাইজান মুভিতে অভিনয় করার জন্য এই পুরস্কার পেলেন।
4.ভারতের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গুলির বর্ণনা হিন্দি ভাষায় প্রকাশ করার ঘোষণা করল UNESCO World Heritage Centre।
5.চতুর্থবার নিকারাগুয়া (রাজধানী - মানাগুয়া) দেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন Daniel Ortega।
6.ভারতের প্রথম Heli-Hub তৈরি করা হবে হরিয়ানার গুরুগ্রামে।
7.আসাম পুলিশের DSP পদে নিযুক্ত হলেন অলিম্পিক জয়ী লভলিনা বর্গহাইন। তিনি টোকিও অলিম্পিকে বক্সিংয়ে ব্রোঞ্জ মেডেল জিতেছেন।
8.মাতৃত্বকালীন ছুটির দিন সংখ্যা ৯০ থেকে বাড়িয়ে ১৮০ দিন করল উড়িষ্যা রাজ্য সরকার।
9.বিশ্বের প্রথম অটোনোমাস ট্রাফিক ম্যানেজমেন্ট প্লাটফর্ম তৈরি করলেন ভারতীয় বংশোদ্ভূত ইঞ্জিনিয়ার বৈভব ঘাদিয়ক।
10.যাত্রীদের হারিয়ে যাওয়া জিনিসপত্র ফিরিয়ে দিতে মিশন আমানত লঞ্চ করল ভারতীয় রেলওয়ে।
To get the latest government job update & Free Study Material join our telegram group ( সরকারি চাকরির আপডেট এবং Free Study Material পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন ): Click Here.
Read More:
Post a Comment
Please do not enter any spam link in the comment box.