14th January Bengali Current Affairs

14th January 2022 - Current Affairs

To get the latest government job update & Free Study Material join our telegram group ( সরকারি চাকরির আপডেট এবং Free Study Material পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন ):  Click Here.


Current Affairs - 14/01/2022


1."Indomitable: A Working Woman's Notes on Life, Work and Leadership" শিরোনামে আত্মজীবনী লিখলেন অরুন্ধুতী ভট্টাচার্য।


2.BWF 2022 Yonex Sunrise India Open Tournament শুরু হলো নিউ দিল্লিতে।


3.সম্প্রতি Ujjivan Small Finance Bank (হেডকোয়ার্টার - বেঙ্গালুরু, প্রতিষ্ঠা সাল - ২০১৭ সালের ১লা ফেব্রুয়ারী)-এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসেবে নিযুক্ত হলেন ইত্তিরা ডেভিস।


4.সম্প্রতি Alikhan Smailov কাজাখস্তানের (রাজধানী - নুর সুলতান, মুদ্রার নাম - টেংগে) প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন।


5.Jacob's Creek কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন ভারতীয় মহিলা ক্রিকেটার মিতালি রাজ।


6.সম্প্রতি উত্তরপ্রদেশ রাজ্যের চারটি গ্রামকে Revenue Village হিসেবে ঘোষণা করা হলো। এই চারটি গ্রাম হল ভবানীপুর, তেধিয়া, ঢাকিয়া, এবং বিচিয়া।


7.বিশ্বে প্রথম একজন মানুষের শরীরে শূকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হল। যুক্তরাষ্ট্রের নাগরিক ডেভিড বেনেট নামক একজন ব্যক্তির শরীরে এই প্রতিস্থাপন করা হলো।


8.ইউরোপিয়ান ইউনিয়ন এর রিপোর্ট অনুযায়ী পঞ্চম উষ্ণতম বছর হল ২০২১।


9.সম্প্রতি সরকারি কর্মচারীদের অবসরের বয়সসীমা ৬০ থেকে বাড়িয়ে বিরহ ৬২ করা হলো অন্ধ্রপ্রদেশে।


10.ভারতের সবচেয়ে পুরনো শ্লথ ভাল্লুকটি মারা গেল মধ্যপ্রদেশ বনবিহার ন্যাশনাল পার্কে। এই ভাল্লুকটির নাম গুলাবো। এটি একটি মহিলা ভাল্লুক। মৃত্যুকালীন বয়স হয়েছিল ৪০(40) বছর।


To get the latest government job update & Free Study Material join our telegram group ( সরকারি চাকরির আপডেট এবং Free Study Material পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন ):  Click Here.



Read More:


Current Affairs - 13/01/2022


THANK YOU

Post a Comment

Please do not enter any spam link in the comment box.

Previous Post Next Post