15th January Bengali Current Affairs

15th January 2022 - Current Affairs

To get the latest government job update & Free Study Material join our telegram group ( সরকারি চাকরির আপডেট এবং Free Study Material পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন ):  Click Here.


Current Affairs - 15/01/2022


1.ভারতীয় সেনা দিবস পালন করা হয় ১৫ জানুয়ারি।


2.Badminton U-19 Girls Singles বিভাগে বিশ্বে ১ নং স্থান অর্জন করল ভারতের গুজরাটের বাসিন্দা তাসনিম মির।


3.Indian Council of Historical Research (ICHR)-এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন রাঘবেন্দ্র তানবার।


4.Asia Cup 2022-এর জন্য মহিলা হকি টিমের ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হলেন সবিতা পুনিয়া এবং ভাইস ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হলেন দীপ গ্রেস এক্কা।


5.প্রথম ভারতীয় হিসেবে Dr. Rimington Award পেলেন উমাশঙ্কর মন্ডল। তিনি সুন্দরবনের মানুষের কাছে ম্যানগ্রোভ ম্যান নামে বেশি পরিচিত।


6.প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হিসেবে আমেরিকান মুদ্রায় স্থান পেলেন আমেরিকান লেখিকা Maya Angelou।


7.সম্প্রতি নাইটহুড উপাধি পেলেন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার Clive Lloyd।


8.সম্প্রতি প্রয়াত হলেন মিউজিক কম্পোজার সরোজ পট্টনায়েক। তিনি উড়িষ্যার বাসিন্দা এবং মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।


9.অক্সফোর্ড ইউনিভার্সিটির বিজনেস স্কুলের ডিন হিসেবে নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত বাঙালি অধ্যাপক সৌমিত্র দত্ত।


10.ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন Eric Garcetti।


To get the latest government job update & Free Study Material join our telegram group ( সরকারি চাকরির আপডেট এবং Free Study Material পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন ):  Click Here.



Read More:


Current Affairs - 14/01/2022


THANK YOU

Post a Comment

Please do not enter any spam link in the comment box.

Previous Post Next Post