16th January Bengali Current Affairs
To get the latest government job update & Free Study Material join our telegram group ( সরকারি চাকরির আপডেট এবং Free Study Material পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন ): Click Here.
Current Affairs - 16/01/2022
1.১৬ই জানুয়ারি National Startup Day পালনের ঘোষণা করল নরেন্দ্র মোদি।
2.Global Private Banking Awards 2021-এ ভারতের সেরা প্রাইভেট ব্যাংকের তকমা পেল HDFC Bank।
3.সম্প্রতি গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হলেন ত্রিনিদাদ দেশের দৌড়বিদ Deon Lendore। তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসে গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৯ বছর। ২০১২ সালে লন্ডন সামার অলিম্পিকে তিনি ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন।
4.২০২৩ সালে প্রথম World Deaf T20 Cricket Championship হোস্ট করতে চলেছে ভারত।
5.Vergani Cup জিতল ভারতীয় দাবা খেলোয়াড় এম. আর. ললিথ বাবু।
6.Vodafone Idea-র ৩৫.৮ শতাংশ শেয়ার কিনতে চলেছে কেন্দ্র।
7.বিদেশি মুদ্রা সংকটের মোকাবিলা করার জন্য শ্রীলঙ্কাকে ৯০০ মিলিয়ন ডলার লোন দিলো ভারত।
8.সম্প্রতি পাকিস্তান তাদের প্রথম ন্যাশনাল সিকিউরিটি পলিসি লঞ্চ করল।
9.প্রথম ফিলিপিন্স দেশ ভারতের থেকে ব্রাহ্মস ক্রুজ মিসাইল কিনতে চলেছে।
10.সম্প্রতি টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন পদ থেকে পদত্যাগ করলেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। ২০১৪ সালে তিনি ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হন। তিনি ক্যাপ্টেন থাকাকালীন ৬৮ টি টেস্ট ম্যাচের মধ্যে ৪০ টি ম্যাচ ভারত জিতেছিল।
To get the latest government job update & Free Study Material join our telegram group ( সরকারি চাকরির আপডেট এবং Free Study Material পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন ): Click Here.
Read More:
Post a Comment
Please do not enter any spam link in the comment box.