17th January Bengali Current Affairs
To get the latest government job update & Free Study Material join our telegram group ( সরকারি চাকরির আপডেট এবং Free Study Material পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন ): Click Here.
Current Affairs - 17/01/2022
1.সম্প্রতি ট্রেন গার্ডের পদের নাম পরিবর্তন করে ট্রেন ম্যানেজার রাখল ভারতীয় রেলওয়ে।
2.ফোর্বসের Highest Paid Female Athletes তালিকায় প্রথম স্থানে আছে জাপানের টেনিস তারকা নাওমি ওসাকা। এই তালিকায় ভারতের পিভি সিন্ধুর নাম সপ্তম।
3.সম্প্রতি World Economic Forum (WEF) (হেডকোয়ার্টার্স সুইজারল্যান্ড, প্রতিষ্ঠা সাল - জানুয়ারি ১৯৭১) Global Risk Report 2022 প্রকাশ করল।
4.India Open 2022 পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় লক্ষ্য সেন।
5.Adani Power-এর CEO পদে নিযুক্ত হলেন শেরসিং বি. খ্যালিয়া।
6.সম্প্রতি "COVA-chd" নামে অ্যাপ লঞ্চ করল পাঞ্জাবের রাজ্যপাল বনবারীলাল পুরোহিত।
7.সম্প্রতি মারা গেলেন কত্থক নৃত্য শিল্পী বিরজু মহারাজ। তাঁর পুরো নাম ব্রিজ মোহন নাথ মিশ্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। ১৯৮৬ সালে তিনি পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত হয়েছিলেন।
8.সম্প্রতি অনলাইন গেম ব্যান করার জন্য আইন জারি করতে চলেছে মধ্যপ্রদেশ সরকার।
9.ভারতের প্রথম স্যানিটারি ন্যাপকিনমুক্ত গ্রাম হল কুমবালঙ্গী। এটি কেরালার এর্ণাকুলাম জেলায় অবস্থিত। এখানে ৫ হাজারেরও বেশি মেনস্টরুয়াল কাপ বিনামূল্যে দেওয়া হল এবং সেগুলি ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হবে।
10.বাংলাদেশ এবং ভারতের ত্রিপুরা রাজ্যের মধ্যে একটি হাইওয়ের অনুমোদন করলে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি।
To get the latest government job update & Free Study Material join our telegram group ( সরকারি চাকরির আপডেট এবং Free Study Material পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন ): Click Here.
Read More:
Post a Comment
Please do not enter any spam link in the comment box.