18th January Bengali Current Affairs

18th January 2022 - Current Affairs

To get the latest government job update & Free Study Material join our telegram group ( সরকারি চাকরির আপডেট এবং Free Study Material পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন ):  Click Here.


Current Affairs - 18/01/2022


1.রাশিয়ার নেভির সাথে আরব সাগরে PASSEX Esercise শুরু করলো ইন্ডিয়ান নেভি।


2.International Craft Award 2021 জিতল কেরালা রাজ্যের Arts and Crafts Village Organization।


3.Mrs World 2022 শিরোপা জিতলেন আমেরিকান হেয়ার & মেকআপ আর্টিস্ট Shaylyn Ford।


4.'Kissa Khaki Ka' শিরোনামে প্রথমবার পডকাস্ট লঞ্চ করল দিল্লি পুলিশ।


5.২০২২ কমনওয়েলথ গেমসে ভারতের Chef De Mission হিসেবে নিযুক্ত হলেন রাকেশ আনন্দ। 
২০২২ এশিয়ান গেমসে ভারতের Chef De Mission হিসেবে নিযুক্ত হলেন ভূপেন্দর সিং বাজবা।


6.Apparel Export Promotion Council (AEPC)-এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন নরেন্দ্র কুমার গোয়েংকা।


7.সম্প্রতি প্রয়াত হলেন বিখ্যাত কমিক আর্টিস্ট নারায়ন দেবনাথ। তাঁর বিখ্যাত কার্টুন চরিত্র গুলি হল - বাটুল দি গ্রেট, হাঁদা ভোঁদা, নন্টে ফন্টে ইত্যাদি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। ২০২১ সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন।


8.সম্প্রতি প্রয়াত হলেন বিখ্যাত নাট্যব্যক্তিত্ব শাওলী মিত্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। 'বিতত বীতংস', 'ডাকঘর', 'পুতুল খেলা', 'একটি রাজনৈতিক হত্যা' ইত্যাদি একাধিক কালজয়ী নাটকে তিনি অভিনয় করেছেন। ২০০৯ সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন।


9.২০২২ কলকাতা বইমেলার থিম কান্ট্রি হলো বাংলাদেশ।


10.মাধ্যাকর্ষণ সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা করতে কৃত্রিম চাঁদ তৈরি করল চীন।


To get the latest government job update & Free Study Material join our telegram group ( সরকারি চাকরির আপডেট এবং Free Study Material পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন ):  Click Here.



Read More:


Current Affairs - 17/01/2022


THANK YOU

Post a Comment

Please do not enter any spam link in the comment box.

Previous Post Next Post