19th January Bengali Current Affairs

19th January 2022 - Current Affairs

To get the latest government job update & Free Study Material join our telegram group ( সরকারি চাকরির আপডেট এবং Free Study Material পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন ):  Click Here.


Current Affairs - 19/01/2022


1.Sydney Tennis Classic 2022-এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন রাশিয়ার খেলোয়াড় Aslan Karatsev। মহিলা বিভাগের সিঙ্গেল টাইটেল জিতলেন স্পেনের Paula Badosa।


2.Mrs World 2022-এ Best National Costume Award জিতল নভদীপ কৌর। তার কস্টিউমের নাম হল - 'Avant Garde', যেটি কুণ্ডলিনী চক্রের অনুকরণে তৈরি।


3.সম্প্রতি Best FIFA Men's Player Award জিতল পোল্যান্ডের ফুটবল খেলোয়াড় Robert Lewandowski। মহিলা বিভাগে এই পুরস্কার জিতল স্পেনের Alexia Putellas।


4.দুবাইয়ে অনুষ্ঠিত International Folk Art Festival-এ সোনার মেডেল জিতল ভারতীয় নৃত্য শিল্পী সুমিত ভালে। তিনি মহারাষ্ট্রের একজন লাবনী নৃত্যশিল্পী। 


5.AFC Women's Asia Cup 2022 হোস্ট করবে ভারত।


6.Kolkata Knight Riders (KKR) এর বোলিং কোচ হিসেবে নিযুক্ত হলেন ভরত অরুণ।


7.সম্প্রতি এক মাসে ৯২.৬ কোটি UPI লেনদেনকারী ভারতের প্রথম ব্যাংক Paytm Payment Bank।


8."Bose: The Untold Story of An Inconvenient Nationalist" শিরোনামে বইটি লিখলেন চন্দ্রচুড় ঘোষ।


9.বিশ্বে প্রথম উটের জন্য হোটেল তৈরি করা হলো সৌদি আরবে।


10.সম্প্রতি প্রয়াত হলেন বিখ্যাত সমাজকর্মী শান্তি দেবী। তিনি উড়িষ্যার মাওবাদী অধ্যুষিত এলাকায় শান্তি ফিরিয়ে আনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। ২০২১ সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পান।


To get the latest government job update & Free Study Material join our telegram group ( সরকারি চাকরির আপডেট এবং Free Study Material পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন ):  Click Here.



Read More:


Current Affairs - 18/01/2022


THANK YOU

Post a Comment

Please do not enter any spam link in the comment box.

Previous Post Next Post