20th January Bengali Current Affairs
To get the latest government job update & Free Study Material join our telegram group ( সরকারি চাকরির আপডেট এবং Free Study Material পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন ): Click Here.
Current Affairs - 20/01/2022
1.ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্টে প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন Roberta Metsola। তৃতীয় মহিলা হিসেবে এই পদে নির্বাচিত হন।
2.দুবাইতে জনসাধারণের জন্য "Infinity Bridge"-এর উদ্বোধন করা হলো।
3.হিমাচল প্রদেশে 9th Women's National Ice Hockey Championship 2022 শুরু হলো।
4.ইন্দোনেশিয়ার নতুন রাজধানী হিসেবে ঘোষিত হলো নুসান্তারা শহর।
5.সম্প্রতি মধ্যপ্রদেশ রাজ্যের "Collarwali" নামে বাঘিনীটি মারা গেল। সে পেঞ্চ টাইগার রিজার্ভ এ থাকতো। সারা জীবনের চেয়ে 29 টি বাচ্চা জন্ম দিয়েছে। সেই কারণে সে সুপার মম নামেও পরিচিত।
6.সম্প্রতি প্রয়াত হলেন বিখ্যাত পরিবেশকর্মী এম. কে. প্রসাদ। তিনি সাইলেন্ট ভ্যালি বাঁচাও অভিযান এর সঙ্গে যুক্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।
7.ক্ষুদ্র ও মাঝারি চাষীদের খাদ্য নিরাপত্তার উন্নতির জন্য World Food Program (WFP) সংস্থার সাথে পার্টনারশিপ করলেও উড়িষ্যা সরকার।
8.হরিয়ানা রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন রেনু ভাটিয়া।
9.সম্প্রতি অবসরের ঘোষণা দিয়েছেন টেনিস তারকা সানিয়া মির্জা। ২০২২ সালের শেষের দিকে তিনি অবসর নেবেন।
10.আগামী শিক্ষাবর্ষ থেকে তেলেঙ্গানা রাজ্যের সমস্ত বিদ্যালয় ইংরেজি মাধ্যমে চালু করতে চলেছে।
To get the latest government job update & Free Study Material join our telegram group ( সরকারি চাকরির আপডেট এবং Free Study Material পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন ): Click Here.
Read More:
Post a Comment
Please do not enter any spam link in the comment box.