29th May Bengali Current Affairs
Current Affairs - 29/05/2022
1.জম্মুতে ভারতের প্রথম " ল্যাভেন্ডার উৎসব " এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।
2.IBA's Athletes ' Committee চেয়ারম্যান এবং ভোটিং মেম্বার হিসাবে নির্বাচিত হলেন ভারতীয় মহিলা বক্সার লভলিনা বর্গহাইন।
3. French Riviera Film Festival- এ Excellence in Cinema Award অ্যাওয়ার্ড জিতলেন নওয়াজ উদ্দিন সিদ্দিকী।
4.গুজরাটে বিশ্বের প্রথম ন্যানো ইউরিয়া প্লান্ট উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী।
5.লোকপালের অ্যাক্টিং চেয়ারপারসন হিসাবে বিচারপতি প্রদীপ কুমার মোহান্তিকে নিযুক্ত করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
6.সম্প্রতি তাদের প্রথম ডিজিটাল সেনসাস শুরু করবে বাংলাদেশ।
7.প্রথম ক্রিপ্টো কারেন্সি কোম্পানি হিসাবে Fortune 500 List- এ জায়গা করে নিল Coinbase ৪.সম্প্রতি ৮৯ বছর বয়সে মারা গেলেন প্রাক্তন সাংবাদিক ও লেখক সত সোনী।
9.দ্বিতীয় রাজ্য হিসাবে জাতীয় উদ্যানের ভিতরে অবস্থিত গ্রামের Community Forest Resource ( CFR ) অধিকারকে অনুমোদন দিল ছছত্তিশগড়।
10.40th Pragati Samvad- এ সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Post a Comment
Please do not enter any spam link in the comment box.