31st May Bengali Current Affairs
Current Affairs - 31/05/2022
1.বিশ্ব তামাক বিরোধী দিবস পালন করা হয় ৩১ শে মে ; এবছরের থিম হলো " Protect the environment "
2.বিশ্ব স্বাস্থ্য সংস্থার থেকে World No Tobacco Day Award 2022 জিতলো ঝাড়খণ্ড
3.উত্তর ভারতের প্রথম ইন্ডাস্ট্রিয়াল বায়োটেক পার্ক উদ্বোধন করা হলো জম্মু কাশ্মীরের কাঠুয়ায়
4.সম্প্রতি বিহারের জামুই জেলায় ভারতের বৃহত্তম Geological Survey of India স্বর্ণ ভান্ডারের সন্ধান পেল
5.RBI's Banknote Survey অনুযায়ী , গ্রাহকদের হলো ১০০ টাকার নোট সবথেকে পছন্দের ব্যাঙ্ক নোট
6.Velocity টিমকে পরাজিত করে Women's T20 Challenge 2022 টাইটেল জিতলো Supernovas টিম
7.ভারতের প্রথম সেমি - হাই স্পিড ট্রেনের নাম রাখা হয়েছে গতি শক্তি , যেটি ঘণ্টায় ১৬০ কিমি বেগে চলতে সক্ষম হবে
৪.সমস্ত স্কিম গুলির পরিষেবা প্রদান করতে Jan Samarth নামে কমন প্ল্যাটফর্ম লঞ্চ 1906 করছে কেন্দ্র
9.সম্প্রতি গুলি বিদ্ধ হয়ে প্রয়াত হলেন পাঞ্জাবি সঙ্গীত শিল্পী Sidhu Moose Wala , যার আসল নাম শুভদীপ সিং সিধু
10.সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী , "Work from Home" করার জন্য বিশ্বের সেরা শহর হলো সিঙ্গাপুর Staraamarin
Post a Comment
Please do not enter any spam link in the comment box.