2nd June Bengali Current Affairs
Current Affairs - 02/06/2022
1.মালেশিয়াকে ২-১ গোলে পরাজিত করে Asia Cup Hockey 2022 জিতলো দক্ষিণ কোরিয়া
2.ভারতের জাতীয় পতাকা এবার থেকে মেশিন দ্বারা এবং পলিয়েস্টার কাপড়ে তৈরি করার ঘোষণা করলো কেন্দ্র সরকার
3.National Informatics Centre (NIC)-এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন রাজেশ গেরা
4.National Education Ministers' Conference হোস্ট করবে গুজরাট
5.সম্প্রতি বাংলাদেশ ও ভারতের মধ্যে মিতালী এক্সপ্রেস নামে নতুন প্যাসেঞ্জার ট্রেন চালু করা হলো নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা পর্যন্ত
6.সম্প্রতি যৌন কর্মকে পেশার দিল ভারতের সুপ্রিম কোর্ট
7.২০২১-২২ সালে ভারতের শীর্ষ চিনি উৎপাদনকারী রাজ্য হলো মহারাষ্ট্র, দ্বিতীয় স্থানে উত্তরপ্রদেশ
8.প্রথমবার IBSA Judo Grand Prix-এ ভারতের হয়ে ব্রোঞ্জের মেডেল জিতলো কপিল পারমার
9.সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত(UAE)-এর সাথে প্রথম ফ্রি ট্রেড এগ্রিমেন্টের উপর MoU স্বাক্ষর করলো ইজরায়েল
10.সম্প্রতি প্রয়াত সঙ্গীত শিল্পী KK-কে সম্মান জানাতে গান স্যালুট করার ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
Post a Comment
Please do not enter any spam link in the comment box.