4th June Bengali Current Affairs

current affairs 04/06/2022
আমাদের সমস্ত আপডেট প্রতিদিন বিনামূল্যে পাওয়ার জন্য অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।

Current Affairs - 04/06/2022


1.এশিয়ার বৃহত্তম এবং ভারতের প্রথম লিকুইড মিরর টেলিস্কোপ ইনস্টল করা হলো উত্তরাখন্ডের দেবস্থলে


2.সম্প্রতি ৭৩ বছর বয়সে মারা গেলেন পদ্মশ্রী প্রাপ্ত সন্তুর বাদক পন্ডিত ভজন সপরি


3.কলোনি এবং রাস্তার নাম "হরিজন" থেকে পরিবর্তন করে বাবাসাহেব আম্বেদকরের নামে রাখার ঘোষণা করলো দিল্লি সরকার


4.Scripps National Spelling Bee 2022 কম্পিটিশন জিতলো হরিণী লোগান


5.দুর্নীতি রুখতে "ACB 14400" নামে বাইল অ্যাপ লঞ্চ করলো অন্ধ্রপ্রদেশ


6.Khelo India Youth Games 2021 শুরু হলো হরিয়ানায় পাঁচকুলায়


7.সম্প্রতি Meta কোম্পানির চিফ অপারেটিং অফিসার পদে নিযুক্ত হলেন Javier Olivan


8.UNICEF-এর COVAX প্রোগ্রামের আওতায় সবথেকে বেশি করোনা ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ


9. Top 10 Chefs in the World তালিকায় স্থান পেলেন ভারতীয় শেফ বিকাশ খান্না


10.খেলোয়াড়দের জন্য রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কারের ঘোষণা করলো রাজস্থান সরকার



আমাদের সমস্ত আপডেট প্রতিদিন বিনামূল্যে পাওয়ার জন্য অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।

আগের পর্বঃ

Post a Comment

Please do not enter any spam link in the comment box.

Previous Post Next Post