5th June Bengali Current Affairs
Current Affairs - 05/06/2022
1.বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় ৫ ই জুন ; এবছরের থিম হলো- "Only One Earth"
2.গর্ভবতী মহিলাদের জন্য 'Anchal' নামে হেলথ কেয়ার অভিযান লঞ্চ করলো রাজস্থান
3.ভারতীয় বায়ু সেনার কাজকর্ম প্রদর্শন করতে IAF Heritage Centre তৈরী করা হচ্ছে চণ্ডীগড়ে
4.ভারতের প্রথম K - Pop আর্টিস্ট হিসাবে সাউথ কোরিয়ান ব্যান্ড Blackswan এর সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হলো উড়িষ্যার শ্রেয়া লেংকা
5. Sports Authority of India ( SAI ) - র ডিরেক্টর জেনারেল হিসাবে সন্দীপ প্রধানের কার্যকালের মেয়াদ আরো ২ বছর বৃদ্ধি করা হলো
6.দিল্লির ' State Icon ' হিসাবে নিযুক্ত হলেন ক্রিকেটার যশ ধুল
7.শার্ক উপসাগরে বিশ্বের সবচেয়ে বড় উদ্ভিদের সন্ধান পেল অস্ট্রেলিয়ার গবেষকরা
8.Titan Raga কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন আলিয়া ভাট
9.ইতালিকে ৩-০ গোলে পরাজিত করে 2022 Finalissima টাইটেল জিতলো আর্জেন্টিনা
10.গৌতম আদানীকে অতিক্রম করে পুনরায় এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি হলেন মুকেশ আম্বানি
Post a Comment
Please do not enter any spam link in the comment box.